ধান বোঝাই ট্রলি উল্টে চালকসহ দুইজনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার মধ্যে মোংলা-খুলনা মহাসড়কে বাগেরহাটের মোংলা উপজেলার গাছির মোড়ে মহাসড়কের পাশে পাথরের স্তুপে ধান বোঝাই ট্রলি উল্টে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। আহতদের উদ্ধার করে খুলনায় ও মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো- নিহত ট্রলি চালক রোকন উদ্দিন (৬০) মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখের ছেলে ও দিদার মোল্লা (৩২) খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার জাফর মোল্লার ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, বুধবার (১৫ জানুয়ারি) রাত ২টার দিকে ঘন কুয়াশার মধ্যে উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের গাছির মোড়ে দ্রুত গতিতে আসা বোঝাই ট্রলি একটি ট্রলি গাড়ী মহাসড়কের পাশে স্তুপ কেরে রাখা পাথরের উপর উঠিয়ে দেয়। এসময় ট্রলিটি উল্টে ঘটনাস্থলে চালক রোকন উদ্দিন মৃত্যু হয়।
পরে মোংলায় হাসপাতালে নেয়ার সময় দিদার মোল্লা নামে আরও একজনের মৃত্যু হয়। এসময় আহত হয় ট্রলিতে থাকা আরও ৫ জন। আহতদের উদ্ধার করে খুলনায় ও মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।