ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্রোপাচারের পর আইসিইউতে সাইফ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধুদের বিপদে-আপদে বরাবর ছুটে যান শাহরুখ খান। সে আমির-সলমন হোক বা জুহি, রানি। কঠিন সময়ে সবাই কিং খানকে পাশে পেয়েছেন। সাইফ আলি খানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। একে-অপরের সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। তাই এই কঠিন সময়ে বন্ধুর পাশে থাকতে সব কাজ ফেলেই হাসপাতালে ছুটলেন শাহরুখ খান ।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে বলিউড নবাবের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। বর্তমানে লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর সেখানেই আইসিইউতে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সাইফ। সেই খবর পেয়েই বন্ধুর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) লীলাবতী হাসপাতালে ছুটলেন শাহরুখ খান।

একজন রিয়েল লাইফ নবাব, অপরজন বলিউডের পাশাপাশি বিশ্বজুড়ে অগণিত অনুরাগীর মনের বাদশা। শাহরুখ-সইফের বন্ধুত্ব চার দশকের। সেই ‘কাল হো না হো’ সিনেমায় জুটি বাঁধার আগে থেকেও। নবাববেগম তথা অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গেও ‘অশোকা’, ‘কভি খুশি কভি গম’, ‘রা ওয়ান’-এর মতো একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন শাহরুখ।

বন্ধুর বিপদের খবর শুনেই সোজা হাসপাতালে পৌঁছলেন বলিউড সুপারস্টার। লীলাবতী হাসপাতালে যাওয়ার পথেই মুম্বইয়ের পাপারাজ্জিদের ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়ে। যদিও গাড়ির অন্দরে বসে থাকা বাদশার ছবি দেখা যায়নি। তবে তাঁর সবসময়কার ‘বাহন’ দেখেই ফটোশিকারিরা টের পান যে সইফকে দেখতে লীলাবতীতে যাচ্ছেন শাহরুখ।

এদিকে, সাইফ আলি খানের উপর হামলায় আতঙ্কিত বলিউড। বান্দ্রার মতো অভিজাত এলাকায় বারবার কেন হামলার মুখে তারকারা? বলিউড স্টারদের সুরক্ষাই বা কোথায়? একাধিক প্রশ্নের মুখে মুম্বই প্রশাসন। এদিন সইফকে হাসপাতালে দেখতে যান মেয়ে সারা আলি খান, বোন-জামাই সোহা আলি খান এবং কুণাল খেমু, খ্যাতনামা বলিউড পরিচালক-প্রযোজক সিদ্ধার্থ আনন্দও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অস্ত্রোপাচারের পর আইসিইউতে সাইফ

সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

বন্ধুদের বিপদে-আপদে বরাবর ছুটে যান শাহরুখ খান। সে আমির-সলমন হোক বা জুহি, রানি। কঠিন সময়ে সবাই কিং খানকে পাশে পেয়েছেন। সাইফ আলি খানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। একে-অপরের সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। তাই এই কঠিন সময়ে বন্ধুর পাশে থাকতে সব কাজ ফেলেই হাসপাতালে ছুটলেন শাহরুখ খান ।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে বলিউড নবাবের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। বর্তমানে লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর সেখানেই আইসিইউতে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সাইফ। সেই খবর পেয়েই বন্ধুর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) লীলাবতী হাসপাতালে ছুটলেন শাহরুখ খান।

একজন রিয়েল লাইফ নবাব, অপরজন বলিউডের পাশাপাশি বিশ্বজুড়ে অগণিত অনুরাগীর মনের বাদশা। শাহরুখ-সইফের বন্ধুত্ব চার দশকের। সেই ‘কাল হো না হো’ সিনেমায় জুটি বাঁধার আগে থেকেও। নবাববেগম তথা অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গেও ‘অশোকা’, ‘কভি খুশি কভি গম’, ‘রা ওয়ান’-এর মতো একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন শাহরুখ।

বন্ধুর বিপদের খবর শুনেই সোজা হাসপাতালে পৌঁছলেন বলিউড সুপারস্টার। লীলাবতী হাসপাতালে যাওয়ার পথেই মুম্বইয়ের পাপারাজ্জিদের ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়ে। যদিও গাড়ির অন্দরে বসে থাকা বাদশার ছবি দেখা যায়নি। তবে তাঁর সবসময়কার ‘বাহন’ দেখেই ফটোশিকারিরা টের পান যে সইফকে দেখতে লীলাবতীতে যাচ্ছেন শাহরুখ।

এদিকে, সাইফ আলি খানের উপর হামলায় আতঙ্কিত বলিউড। বান্দ্রার মতো অভিজাত এলাকায় বারবার কেন হামলার মুখে তারকারা? বলিউড স্টারদের সুরক্ষাই বা কোথায়? একাধিক প্রশ্নের মুখে মুম্বই প্রশাসন। এদিন সইফকে হাসপাতালে দেখতে যান মেয়ে সারা আলি খান, বোন-জামাই সোহা আলি খান এবং কুণাল খেমু, খ্যাতনামা বলিউড পরিচালক-প্রযোজক সিদ্ধার্থ আনন্দও।