ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ এসডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সকালে জেলা শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি অতুল কুমার পাল, সহ-সভাপতি ওয়াসিম আকরাম, বেকারি মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আবুল কাশেমসহ নেতারা বলেন, বর্তমানে জিনিসপত্রের উর্ধগতির কারণে নাজেহাল সাধারণ মানুষ। মানুষ এমনিতেই হোটেল রেস্তোরায় খাবার খেতে ভয় পায়। খরচ কমিয়ে দেয়ায় ব্যবসা খারাপ যাচ্ছে। এরই মধ্যে সরকার ভ্যাট বাড়িয়ে দিয়েছে। বাড়তি ভ্যাট প্রদান করতে গেলে প্রতিটি খাবারের দাম বেড়ে যাবে। পরিশোধের চাপ পরবে ভোক্তাদের উপর। কমবেঅবিলম্বে এই অমানবিকভাবে চাপিয়ে দেয়া ভ্যাট বাতিল করার আহবান জানান নেতারা। তা না হলে মালিক ও শ্রমিকরা কর্ম হারাবে। এতে নানা সমস্যায় পরবে রেস্তোরাঁ বেকারি ও শ্রমিক সংশ্লিষ্টরা।
মানববন্ধনে জেলার পাঁচটি উপজেলার রেস্তোরা, বেকারির মালিক ও শ্রমিকরা অংশ নেয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন মালিকরা।