টিউলিপের পদত্যাগপত্রের জবাবে বললেন প্রধানমন্ত্রী
তার জন্য ‘দরজা খোলা’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিজের নাম জড়ানোর পর পদত্যাগ করলেন যুক্তরাজ্যের সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
ওই পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন, আমি কোনো দোষ করিনি। তবে আমি পদে থাকলে হয়তো সরকারের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে।
এদিকে, টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গ্রহণ করেছেন। টিউলিপের পদত্যাগের প্রতিক্রিয়ায়, স্টারমার তাকে একটি চিঠি লিখে জানিয়েছেন, তার জন্য ‘দরজা খোলা’ রয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে দিয়েছেন। মূলত খালার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিনা মূল্যে একাধিক সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগের পর চাপের মুখে পড়েছিলেন তিনি।
টিউলিপ সিদ্দিককে দেওয়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চিঠিতে উল্লেখ করা হয়,- প্রিয় টিউলিপ, আপনার চিঠির জন্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার মন্ত্রিত্বের পদত্যাগ গ্রহণ করছি।
স্টারমার লিখেছেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি এবং এ ব্যাপারে স্পষ্ট করতে চাই যে, স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন যে, মন্ত্রিপরিষদ কোডের কোনো লঙ্ঘন এবং আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য লাউরি ম্যাগনাসকে ধন্যবাদ জানাই। যেভাবে ব্রিটেনের ভবিষ্যত বদলে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে, তাতে মনোযোগ ব্যাহত করতে পারে এমন চলমান ঘটনাপ্রবাহ থামানোর জন্য আপনার যে সাহসী সিদ্ধান্ত, আমি তার প্রশংসা করি। আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমি স্পষ্ট করতে চাই যে, সামনের দিনগুলোতে আপনার জন্য ‘দরজা খোলা’ রয়েছে।
এদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। সম্প্রতি, লন্ডনে শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের ফ্ল্যাট ব্যবহারের খবরও প্রকাশ পেয়েছে, যা নিয়ে সমালোচনা উঠেছে। এই পরিস্থিতির পর, তিনি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন।
টিউলিপ সিদ্দিক গত বছর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর জুলাইয়ে তাঁকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী করা হয়েছিল।