তিন দফা দাবিতে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে
তিন দফা দাবিতে ২০০৯ সালে ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যদের চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যরা।
ঘন্টাব্যাপী মানববন্ধনের বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি আকতারুজ্জামান, সাবেক হাবিলদুর হুরুল, সাবেক সিপাহী সোহেল রানা, জেলা ছাত্র সমন্মায়কের প্রতিনিধি বাইজিদসহ অন্যান্যেরা।
বক্তারা তিন দফা দাবি তুলে বলেন, ১. পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ বিডিআর অফিসার আর তাতে বাধা প্রদান করতে গিয়ে ১৫ গিয়ে বি ডি আর যোয়ান ও ২ বেসামরিক লোকসহ মোট ৭৪ জন হত্যাকান্ডের পিছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নৈপথের নায়কদের চিহ্নিত করে অতিদ্রুত দৃষ্টামূলক শাস্তি নিশ্চিত করা এবং যেসকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাশ প্রাপ্ত তাদের মুক্তির দাবি।
২. প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারী সকল প্রকার সুযোগ সুবিধা ও পুনরায় চাকুরিতে পুনবর্হল করাতে হবে।
৩. তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয় কাজ করার জন্য প্রজ্ঞাপন উল্লেখি ২ এর (ঙ)নং ধারা বাদ দিতে হবে।