ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিনেতা হাফিজের টিন আত্মসাতের মামলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক এমপি মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৩ জুন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের তিনটি টিনের ঘর থেকে ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন উদ্ধার করে ভোলা নৌ-কন্টিনজেন্ট ও পুলিশ। উদ্ধারকৃত ঢেউটিনের বিষয়ে মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মো. হাফিজ ইব্রাহিম (সাবেক সংসদ সদস্য) এবং কলেজের অধ্যক্ষ এস এম গজনবী জড়িত বলে জানা যায়।

পরে বোরহান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ২০০৭ সালে ১৩ জুন দুজনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় স্পেশাল জজ আদালতে বিচারাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপিনেতা হাফিজের টিন আত্মসাতের মামলা স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক এমপি মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৩ জুন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের তিনটি টিনের ঘর থেকে ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন উদ্ধার করে ভোলা নৌ-কন্টিনজেন্ট ও পুলিশ। উদ্ধারকৃত ঢেউটিনের বিষয়ে মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মো. হাফিজ ইব্রাহিম (সাবেক সংসদ সদস্য) এবং কলেজের অধ্যক্ষ এস এম গজনবী জড়িত বলে জানা যায়।

পরে বোরহান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ২০০৭ সালে ১৩ জুন দুজনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় স্পেশাল জজ আদালতে বিচারাধীন।