বাগেরহাটে চাঁদা না পেয়ে ভাঙচুরের অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের এর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের ভাইজি শাকিলা আক্তার জানান, শনিবার দুপুরে স্থানীয় ২৫/৩০ জন সন্ত্রাসী বাড়ির সামনে অবস্থান করে। তারা ফকির ফহম ও তাদের পরিবারকে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা জালানার গ্লাস ও সিসি ক্যামেরা ভেঙে ফেলে।
তিনি আরো জানান, এর আগেও সন্ত্রাসীরা স’মিল থেকে মটর চুরি করে নিয়ে যায়। এখন প্রতিনিয়ত হুমকি ধামকিসহ চাঁদা দাবি করে আসছে। তাদের এ ধরনের কর্মকান্ডে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, ভাঙচুরের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।