রাজবাড়ীতে ডিবি’র অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজের ব্যবহৃত সরঞ্জামাদিসহ রিমজান বিশ্বাস (৩২) ও অনিক রায় (২৬) নামে দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো, মাগুরা জেলার মাগুরা থানার দড়িমাগুরা কারিগড় পাড়ার আঃ রশিদ এর ছেলে রিমজান বিশ্বাস (৩২) অন্যজন রাজবাড়ী জেলা পাংশা থানার মৈশাল পালপাড়ার অসিত রায় এর ছেলে অনিক রায় (২৬)।
বৃহস্পতিবার (৯জানুয়ারী) গোপন সংবাদের ভিওিতে রাজবাড়ীর পুলিশ সুপার মোছা: শামিমা পারভীন এঁর সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে , জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স জেলার কালুখালি থানার কালীনগরে অভিযান পরিচালনা করে।
ওইসময় বিপুল শেখ এর বসত বাড়ী থেকে চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সহ তাদেরকে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।