বিএনপির ২২৭৬ নেতাকর্মী গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীসহ দলটির সহযোগী সংগঠনের দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম-খুনসহ ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং ১৫৩ গুমের ঘটনায় ২০ পৃষ্ঠার পৃথক অভিযোগ দাখিল করা হয়।
বিএনপির গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়েছে। বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যেই ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে এই ক্রসফায়ারের মাধ্যমে হত্যার ঘটনা ঘটানো হয়েছে।
একই সময়ে বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জন কর্মীদের গুম করা হয়ছে। গুমের এসব ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।