টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল শুরু
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ১ পর টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ রুটে যাত্রীবাহী ট্রলার চলাচল শুরু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) থেকে টেকনাফ সদরের কে কে খাল থেকে এই রুটে ট্রলার চলাচল শুরু হয়।
টেকনাফ সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকেই টেকনাফ থেকে ৩টি ট্রলার যাত্রীসহ মালামাল নিয়ে সেন্টমার্টিন পৌঁছে আবার সেন্টমার্টিন থেকে টেকনাফ আসে ৩টি ট্রলার।
তিনি জানান, ৬টি ট্রলার করে প্রতিদিন শুধু স্থানীয় বাসিন্দা ও টেকনাফ সেন্টমার্টিন নৌ পথ নিয়মিত ব্যবহারকারীরা যাওয়া আসা করতে পারবেন। তবে এই ট্রলারে কোনো পর্যটক বহন করা হবেনা।
টেকনাফ সেন্টমার্টিন নৌ রুট বোট মালিক সমিতির এ নেতার দাবী, মায়ানমারে সংঘাতের প্রভাবে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে চলাচলে নিষেধাজ্ঞা ছিল প্রশাসনের। শুধু মাত্র টেকনাফে শাহপরীর দ্বীপ খেকে সেন্টমার্টিনে স্থানীয়দের জন্য সীমিত আকারে ট্রলারে করে যাতায়াতের ব্যবস্থা ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে মায়ানমারের সীমান্ত পরিস্থিতি শান্ত থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রী ও মালবাহী ট্রলার চলাচল শুরু হয়।