ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত বেড়ে ৫ জনে

ফরিদপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মুন্সিবাজার এলাকায় একটি ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ২৮ মিনিটে মুন্সিবাজারে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথম উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১২টা ৩৮ মিনিটে। ফরিদপুর সদর ফায়ার স্টেশন এর তিনটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং ১ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। আর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ে কোনো লাইনম্যান না থাকায় এমন ‍দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইলের সূত্রধরে জানা গেছে, মোবাইল ব্যবহারকারীর বাড়ি নারায়ণগঞ্জে। তাই উদ্ধারকারীদের ধারণা, নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা হতে পারেন। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত বেড়ে ৫ জনে

সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

ফরিদপুরের মুন্সিবাজার এলাকায় একটি ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ২৮ মিনিটে মুন্সিবাজারে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথম উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১২টা ৩৮ মিনিটে। ফরিদপুর সদর ফায়ার স্টেশন এর তিনটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং ১ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। আর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ে কোনো লাইনম্যান না থাকায় এমন ‍দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইলের সূত্রধরে জানা গেছে, মোবাইল ব্যবহারকারীর বাড়ি নারায়ণগঞ্জে। তাই উদ্ধারকারীদের ধারণা, নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা হতে পারেন। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।