রাতে শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাজির ইউএনও
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
তীব্র শীতে কাঁপছে সারাদেশ। এতে চরম বিপাকে রয়েছে বরিশালের গৌরনদী উপজেলার ছিন্নমূল দুঃস্থ শীতার্ত পরিবারগুলো।
শীতার্তদের পাশে দাড়াতে রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এতিমখানা, ছিন্নমূল ও দুঃস্থ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে বিনামূল্যে ৭৫ পিচ কম্বল বিতরণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। জানা গেছে, এ বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় পর্যায়ক্রমে প্রকৃত দুঃস্থদের কাছে কম্বল পৌঁছাতে এমন উদ্যোগ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার।
বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইন, ছাত্র প্রতিনিধি মোরশেদ হাসান প্রমূখ।