নতুন বছরে নিত্যপণ্যের দামে স্বস্তি চান কম আয়ের মানুষ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
নতুন বছরে নিত্যপণ্যের দামে স্বস্তি চান দেশের সাধারণ মানুষ।নিত্যপণ্যের বাজারের উত্তাপে উদ্বেগ-উৎকণ্টায় কাটছে রাজধানীর খেটে খাওয়া মানুষ। তাই তাদের প্রত্যাশা ২০২৫ সাল হোক স্বস্তির, শান্তির।
২০২৪ সাল সাধারণ মানুষের কেটেছে কষ্টে । কিন্তু নতুন বছর যেন বয়ে আনে সুখের বার্তা, সেই প্রত্যাশা সবার।
সাধারণ মানুষের চাওয়া জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনা। যখন মূল্যস্ফীতি সাড়ে ১১ শতাংশ ছুঁই ছুঁই, তখন পণ্যের দাম কমাতেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা। ২০২৪ সাল বাজার লাগামহীন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। নতুন বছরে যেন সেটি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে জানালেন বিক্রেতারা।
দিনে এনে দিন খাওয়া, স্বল্প আয়ের মানুষের আশা, নতুন বছরে বাড়বে তাদের মজুরি, কমবে জীবনযাপন খরচ। তারা বলেন, বাজারে সব জিনিসের যে দাম, তাতে পরিবার-পরিজন নিয়ে চলা দায়। পরিস্থিতি স্বাভাবিক করতে নিত্যপণ্যের ব্যয় কমানোর বিকল্প নেই।
রিকশা চালক হাশেম মিয়া। সময়ের ব্যবধানে বেড়েছে বয়স আর হতাশা। তিনি বলেন, বয়স কম থাকায় মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি। তবে ১৯৭১ সালে পাকিস্তানি শাসকদের চরম নির্যাতনের শিকার হতে হয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে, এই বয়সে এসে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তাই সরকারের কাছে অর্থনৈতিক মুক্তির দাবি জানান তিনি।
অর্থনীতিবিদদের আশা, মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় মাত্রায় রাখতে সরকার নতুন বছরে বাজার ব্যবস্থাপনার উপর নজর দেবে। এজন্য সঠিক পরিসংখ্যানের ওপর জোর দিয়েছেন।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, কেউ যাতে বাজারে কোনো রকম কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে বাজার ব্যবস্থাপনা কমিটিকে সম্পৃক্ত করা যেতে পারে।