ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বাগেরহাটে ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার যাত্রাপুর ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার প্রাঙ্গনে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।
যাত্রাপুর ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রিন বোর্ড এন্ডফাইবার্স লিমিটেডের চিপ এ্যাডভাইজার আলহাজ্ব গোলাম কিবরিয়া মিন্টু যাত্রাপুর ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আরজু, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল্লাহ ।
সভা পরিচালনা করেন যাত্রাপুর ক্যাডেট মাদ্রসার পরিচালক মুফতি রুহুল আমিন। পরে বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়। এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।