ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন আটক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


ডাকাতির প্রস্তুতিকালে যশোরের গোয়েন্দা পুলিশ অস্ত্র গুলিসহ চারজনকে আটক করেছে। রবিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে যশোর শহরতলীর হাইকোর্ট মোড় এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছেন যশোরের চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া এলাকার গোলাম মোস্তফা (৪৫), যশোর শহরের নতুন খয়েরতলার এলাকার মিজানুর রহমান (৫২), যশোর সদরের চূড়ামনকাটি এলাকার ফিরোজা আহমেদ ‌(৪৫) এবং চৌগাছার পুড়াপাড়া এলাকার রকি বিশ্বাস (৩০)।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর আলম সিদ্দিকী এই তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরতলীর হাইকোর্ট মোড়ে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে উল্লিখিত চারজনকে আটক করা হয়। ওই সময় আরও তিনজন পালিয়ে যায়।

তিনি বলেন, আটককৃতদের তল্লাশিকালে দুইটি ৭.৬৫ বোরের পিস্তল (আমেরিকার তৈরি), দুইটি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো -চ-১৯-২২৯৩) জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই শাহিনুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় দুইটি মামলা (নম্বর ৫৫ ও ৫৬/৩০.১২.২০২৪) করেছেন।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন আটক

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪


ডাকাতির প্রস্তুতিকালে যশোরের গোয়েন্দা পুলিশ অস্ত্র গুলিসহ চারজনকে আটক করেছে। রবিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে যশোর শহরতলীর হাইকোর্ট মোড় এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছেন যশোরের চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া এলাকার গোলাম মোস্তফা (৪৫), যশোর শহরের নতুন খয়েরতলার এলাকার মিজানুর রহমান (৫২), যশোর সদরের চূড়ামনকাটি এলাকার ফিরোজা আহমেদ ‌(৪৫) এবং চৌগাছার পুড়াপাড়া এলাকার রকি বিশ্বাস (৩০)।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর আলম সিদ্দিকী এই তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরতলীর হাইকোর্ট মোড়ে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে উল্লিখিত চারজনকে আটক করা হয়। ওই সময় আরও তিনজন পালিয়ে যায়।

তিনি বলেন, আটককৃতদের তল্লাশিকালে দুইটি ৭.৬৫ বোরের পিস্তল (আমেরিকার তৈরি), দুইটি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো -চ-১৯-২২৯৩) জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই শাহিনুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় দুইটি মামলা (নম্বর ৫৫ ও ৫৬/৩০.১২.২০২৪) করেছেন।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।