জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা ভাতা পাবেন ট্রেইনি চিকিৎসকরা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আগামী জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা করে ভাতা পাবেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরা। সেই সাথে একই বছরের জুলাই থেকে তাদের ৩৫ হাজার টাকা করে ভাতা দেয়া হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো। যা ২৩ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে।
আগামী জুলাই থেকে ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী ২০২৫-১৬ অর্থবছর থেকে ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হলো। আগামী ১ জুলাই, ২০২৫ থেকে এই ভাতা কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
ভাতা বৃদ্ধির দাবি আদায়ে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। সেই সাথে ওই সময় বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে দেশের প্রায় ১৩ হাজার পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেয়া হয়। তবে বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় পরদিন ২২ ডিসেম্বর আন্দোলন শুরু করেন ট্রেইনি চিকিৎসকেরা।
ওইদিন ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন চিকিৎসকরা। পরবর্তীতে ৫ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার। তবে ট্রেইনি চিকিৎসকরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সবশেষ রোববার (২৯ ডিসেম্বর) একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা।
এরপর রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে ট্রেইনি চিকিৎসকদের জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ অনেকে উপস্থিত ছিলেন।
তবে বৈঠকে আলোচনা শেষে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধি দল শাহবাগে ফিরে গেলে বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সাথে আলোচনার পর সবার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাস থেকেই ৩৫ হাজার টাকা ভাতার দাবি করেন ট্রেইনি চিকিৎসকেরা। সেই সাথে এ বিষয়ে লিখিত আদেশ বা প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে রোববার রাত পর্যন্ত শাহবাগে মোমবাতি প্রজ্বলন ও অবস্থান কর্মসূচি পালন শেষে রাত ১০টায় সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা।
এরমধ্যে সোমবার ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করায় আন্দোলন স্থগিত করে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে কাজে যোগ দেয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরা।