ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে ছাত্র-জনতার উপর গুলি

সাবেক ইউপি চেয়ারম্যান দাউদের নামে মামলা

শরিফুল ইসলাম, নড়াইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার উপর গুলি চালানো,বোমাবর্ষণ ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

লাহুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সস্পাদক দাউদ হোসেন,লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল সালাম সিকদার, যুবলীগ নেতা এনায়েত হোসেন, মো: জামিরুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল শেখ, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ২৯ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের হয়েছে।

এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৪০০-৫০০জনকে। সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নালিশী দরখাস্তটি দায়ের করেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন নালিশী দরখাস্তটি এজাহার হিসেবে নেয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে,আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে নড়াইল জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী।তারা গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ব্যক্তি। গত ৪ আগস্ট নড়াইল শহরের রাসেল সেতুর পূর্ব পাশে ফ্যাসিস্ট, স্বৈরাচার আওয়ামীলীগবিরোধী সমাবেশসহ কর্মসূচি চলাকালে এবং সেতুর ওপর দিয়ে শহরে প্রবেশের সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় আসামিরা। এছাড়া বোমাবর্ষণ ও লাঠিশোঠা দিয়ে বেধড়ক মারপিট করে মামলায় অভিযুক্তরা। মামলার ১০ নং আসামি যুবলীগ নেতা মো: এনায়েত হোসেন,১২ নং আসামি সাফায়েত মোল্যা,১৩নং আসামি জামিরুল ও ২৭ নং আসামি উজ্জ্বল শেখের হাতে থাকা অবৈধ শর্টগান,রিভলবার, পিস্তল দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর গুলি চালায় এবং বোমা বর্ষণ করে। আসামিদের বন্দুকের গুলি ও অন্য আগ্নেয়াস্ত্রের গুলির ছররা লেগে মামলার বাদি শফিকুল গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় বাদি মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা লোহার রড ও লাঠিশোঠা দিয়ে এলাপাতাড়িভাবে পিটিয়ে বাদিকে সেতুর ওপর থেকে চিত্রা নদীতে ফেলে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট মোঃ রিয়াজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাজেদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নড়াইলে ছাত্র-জনতার উপর গুলি

সাবেক ইউপি চেয়ারম্যান দাউদের নামে মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

নড়াইলে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার উপর গুলি চালানো,বোমাবর্ষণ ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

লাহুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সস্পাদক দাউদ হোসেন,লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল সালাম সিকদার, যুবলীগ নেতা এনায়েত হোসেন, মো: জামিরুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল শেখ, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ২৯ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের হয়েছে।

এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৪০০-৫০০জনকে। সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নালিশী দরখাস্তটি দায়ের করেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন নালিশী দরখাস্তটি এজাহার হিসেবে নেয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে,আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে নড়াইল জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী।তারা গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ব্যক্তি। গত ৪ আগস্ট নড়াইল শহরের রাসেল সেতুর পূর্ব পাশে ফ্যাসিস্ট, স্বৈরাচার আওয়ামীলীগবিরোধী সমাবেশসহ কর্মসূচি চলাকালে এবং সেতুর ওপর দিয়ে শহরে প্রবেশের সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় আসামিরা। এছাড়া বোমাবর্ষণ ও লাঠিশোঠা দিয়ে বেধড়ক মারপিট করে মামলায় অভিযুক্তরা। মামলার ১০ নং আসামি যুবলীগ নেতা মো: এনায়েত হোসেন,১২ নং আসামি সাফায়েত মোল্যা,১৩নং আসামি জামিরুল ও ২৭ নং আসামি উজ্জ্বল শেখের হাতে থাকা অবৈধ শর্টগান,রিভলবার, পিস্তল দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর গুলি চালায় এবং বোমা বর্ষণ করে। আসামিদের বন্দুকের গুলি ও অন্য আগ্নেয়াস্ত্রের গুলির ছররা লেগে মামলার বাদি শফিকুল গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় বাদি মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা লোহার রড ও লাঠিশোঠা দিয়ে এলাপাতাড়িভাবে পিটিয়ে বাদিকে সেতুর ওপর থেকে চিত্রা নদীতে ফেলে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট মোঃ রিয়াজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাজেদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।