১৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের হাতে ১৬’বছর পর বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হিমেল (৩১)।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পিয়ারা গ্রাম থেকে হিমেলকে গ্রেপ্তার করে পাঁচবিবি থানা পুলিশ। ডাকাতির প্রস্ততি মামলায় বিজ্ঞ আদালত হিমেলকে ১৬ বছর সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা শহরে আত্বগোপনে ছিল।
মামলার তদন্ত অফিসার এস,আই আব্দুল্লাহ আল মাসুম বলেন, মামলার রায়ের পর থেকেই হিমেল বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াত। গোপন সংবাদের ভিত্তিত্বে পিয়ারা গ্রামে অভিযান চালিয়ে প্রতিবেশীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনর্চাজ কাওসার আলী বলেন, ডাকাতি প্রস্ততি মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ১৬ বছর সাজার রায় দেওয়ার পর থেকেই হিমেল পলাতক ছিলো। শুক্রবার বিকালে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।