জানুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
২০২৫ সালের জানুয়ারির শুরুতেই সারাদেশে শৈত্যপ্রবাহ থাকতে পারে । এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী মাসের বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে বলেও বুধবার সংস্থাটি জানিয়েছে।
সংস্থাটি অধিদপ্তর জানায়, চলতি মাসের বাকি সময়ে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে। তবে এ সময় দেশের দু-একটি জায়গা ছাড়া শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম।
জানুয়ারি মাসের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। আগামী মাসের বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাগর থেকে কিছুটা মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে। এ কারণে সামগ্রিকভাবে শীতল বাতাস কম আসতে পারছে। চলতি মাসের বাকিটা সময় দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।