জাহাজের বিছানায় পড়েছিল মরদেহ, গলা-মাথায় আঘাতের চিহ্ন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল।
বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, মরদেহগুলো জাহাজের বিছানার ওপরে পড়ে ছিল। দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। গলা ও মাথায় আঘাতের চিহ্ন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে ডাকাতির যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আটজন মানুষই নৌযানটিতে ছিল। আহত ৩ জনের অবস্থা গুরুত্বর, তারা কথা বলার অবস্থায় নেই। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
মুশফিকুর রহমান আরও জানান, আলাদা কক্ষে ওই ৫ মরদেহ পাওয়া যায়। ধারাল অস্ত্র দিয়ে তাদের কোপানো হয়েছে। তবে জাহাজটিতে সার পাওয়া যায়নি। ঘটনাটি ডাকাতি নয় বলে নিশ্চিত হওয়া গেছে। শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। নৌযানটির নাম এম ভি আল-বাকেরা। এর মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।