যশোরে এক নারীর বাড়ি উচ্ছেদ করে ৭ শতক জমি দখল করলো আদ্-দ্বীন ফাউন্ডেশন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
ওয়াজ মাহফিলের দোহায় দিয়ে যশোরে এক নারীর বাড়ি উচ্ছেদ করে প্রায় ৭ শতক জমি দখলে নিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। জমিসহ ক্ষতিপূরণের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ওই পরিবার।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী ও জমির মালিক খাদিজা খাতুন।এসময় তিনি বলেন, ২০১২ সালের ১৭ মে যশোর সদরের চাঁচড়া বেড়বাড়ি মৌজায় জালাল উদ্দিনের কাছ থেকে ৬ দশমিক ৬০ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। এরপর তা কিতাব আলী নামে একজনকে শর্তসাপেক্ষে ভাড়া দেন। পরবর্তী ওই জমির পাশে আদ্-দ্বীন সখিনা মেডিক্যাল কলেজ স্থাপন করে আদ্-দ্বীন ফাউন্ডেশন। এরপর থেকে তারা সরকারি রাস্তা আটকে নানাভাবে হয়রানি করতে থাকে। একপর্যায়ে জমি বিক্রির প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সর্বশেষ গত ১৮ ডিসেম্বর আদ্-দ্বীন ফাউন্ডেশনের কর্মী হান্নান, আশিক ও রনিসহ ২০/৩০জন স্কেভেটর ও বুলডোজার নিয়ে তার বাড়িতে যান। এরপর ভাটিয়া কিতাব আলীর হাতে ৩৫ হাজার টাকা ধরিয়ে দিয়ে বাড়ি উচ্ছেদ ও গাছপালা কেটে দেয়। পরের দিন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার বাড়ির ধ্বংসাবশেষও নেই। এ ঘটনায় তিনি আদ্-দ্বীন ফাউন্ডেশনের তিন কর্মী ও ভাড়াটিয়া কিতাব আলী, তার ও ছেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
তিনি আরও বলেন, বিনামূল্যে জমি দখলের মানসে তারা ওয়াজ মাহফিলের দোহায় দিয়ে তার বাড়িঘর, গাছপালা উচ্ছেদ করেছে।