ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে একদল ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাঁধা দিতে গিয়ে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত মো. শামীম হোসাইনকে (৩০) সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আশুলিয়ার শ্রীপুর নতুননগর এলাকার বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে ওয়েলকাম ব্যানারের যাত্রীবাহী একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভারে বিপিএটিসির সামনে পৌঁছালে ৩-৪ জনের ছিনতাইকারী দল বাসে ওঠে। তারা কয়েকজনকে জিম্মি করে। পরে বাসে থাকা ১৫-২০ জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেয়ার চেষ্টা করলে তাদের মারধরসহ একজনকে ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারী দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গতিরোধকে (স্পিড ব্রেকার) নেমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছানোর পর কয়েকজন শিক্ষার্থী বাসটি থামিয়ে চালক ও চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বাসটি বিশমাইল এলাকায় নিয়ে যান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসসহ বাসের চালক ও চালকের সহকারীকে নিজেদের হেফাজতে নেয়।

বাসটিতে থাকা এক যাত্রী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভার রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বাসের যাত্রীদের জিম্মি করে। প্রথমে তারা বাসের সামনের দিকের সিটে বসে থাকা এক যাত্রীকে ছুরিকাঘাত করে। এরপর টাকাপয়সা ও মালামাল লুট করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক অলোক কুমার দে বলেন, যাত্রীরা জানান, বিপিএটিসি এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী বাসে উঠে কয়েকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই শেষে দ্রুত বাস থেকে নেমে যায়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসসহ চালককে আটক করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, তাদের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ছিনতাই

সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে একদল ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাঁধা দিতে গিয়ে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত মো. শামীম হোসাইনকে (৩০) সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আশুলিয়ার শ্রীপুর নতুননগর এলাকার বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে ওয়েলকাম ব্যানারের যাত্রীবাহী একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভারে বিপিএটিসির সামনে পৌঁছালে ৩-৪ জনের ছিনতাইকারী দল বাসে ওঠে। তারা কয়েকজনকে জিম্মি করে। পরে বাসে থাকা ১৫-২০ জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেয়ার চেষ্টা করলে তাদের মারধরসহ একজনকে ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারী দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গতিরোধকে (স্পিড ব্রেকার) নেমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছানোর পর কয়েকজন শিক্ষার্থী বাসটি থামিয়ে চালক ও চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বাসটি বিশমাইল এলাকায় নিয়ে যান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসসহ বাসের চালক ও চালকের সহকারীকে নিজেদের হেফাজতে নেয়।

বাসটিতে থাকা এক যাত্রী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি সাভার রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বাসের যাত্রীদের জিম্মি করে। প্রথমে তারা বাসের সামনের দিকের সিটে বসে থাকা এক যাত্রীকে ছুরিকাঘাত করে। এরপর টাকাপয়সা ও মালামাল লুট করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক অলোক কুমার দে বলেন, যাত্রীরা জানান, বিপিএটিসি এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী বাসে উঠে কয়েকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই শেষে দ্রুত বাস থেকে নেমে যায়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসসহ চালককে আটক করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, তাদের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে।