ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে রোভম্যান পাওয়েলের দলকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ করল টাইগাররা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। জাকের আলীর অপরাজিত ৭২ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে টিম টাইগার্স। এর জবাবে ১৬.৪ ওভারে ১০৯ রান গুটিয়ে যায় স্বাগতিকরা।
রোমারিও শেফার্ডের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। রিশাদ হোসেন তিনটি, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন।
জাকের আলী ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংসে বল খেলেছেন ৪১টি, চার মেরেছেন ৩টি, ছক্কা হাঁকিয়েছেন তার দ্বিগুণ ছয়টি। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে ওপেন করতে নামা পারভেজ হোসেন ইমন করেন ২১ বলে ৩৯ রান। ২৩ বলে ২৯ রানের আরেকটি ঝড়ো ইনিংস আসে মেহেদী হাসান মিরাজরা।
বাংলাদেশের পড়া ৭ উইকেটের ২টি নিয়েছেন ডানহাতি পেসার রোমারিও শেফার্ড। একটি করে উইকেট নিয়েছেন আলঝারি জোসেফ, রস্টন চেজ ও গুডাকেশ মোতি। বাকি দুই ব্যাটার রানআউট হয়েছেন।