বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে এম এ ইচ সেলিম
- সংবাদ প্রকাশের সময় : ১০:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
বাগেরহাটে বিজয় দিবস উপল¶ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুরাতন বাজার মেহেদী কুঞ্জে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এম এ ইচ সেলিম এ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুত্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মাহবুবুর রহমান টুটুর, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মীনা মারুফুজ্জামান রনি, কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবক সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নূরুল আমীন, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক মেহবুবুল হক কিশোর, এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ১৫০০ বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ১৫০০ কম্বল বিতরন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট- ২ (সদর-কচুয়া) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।
সংবর্ধনা অনুষ্ঠানে এম এ এইচ সেলিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেহাট -২ (বাগেরহাট-কচুয়া) আসনে নির্বাচন করার ঘোষনা দেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।