সদরপুরে মহান বিজয় দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের সদরপুরে আজ ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুর্য্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভসুচনা করা হয়। সুর্য্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮ টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন নবাগত নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম,পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য,মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম,কৃষি কর্মকর্তা নিটুল রায় সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা।
এরপর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল,( বি,এন,পি)সদরপুর উপজেলা শাখা ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। আরো পূস্পস্তবক অর্পন করেন সদরপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সাব রেজিস্টার অফিস, সদরপুর সরকারী ডিগ্রী কলেজ, মহিলা কলেজ, জাকের পার্টি, বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর উপজেলা শাখা,সহ বিভিন্ন সরকারী, বেসরকারী, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান।
মহান বিজয় দিবসের অন্যান্য কর্মসুচীর মধ্যে আরো পালিত হয়েছে সকাল ৮.৩০ মিঃ শহীদ পরিবারে গমন, সকাল ১০.০০টায় আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, বাদ জোহর জাতীর শান্তি ও অগ্রগতী, সমৃদ্ধি ও মুক্তি যুদ্ধে সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিকেল ৩ টায় উপজেলা চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।