শীতের সাথে বাড়ছে শীতজনিত রোগ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়। হিম বাতাসের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ বেশি বিপাকে। তীব্র ঠাণ্ডায় কাজের জন্য বাইরে বের হতে পারছেন না তারা।
এদিকে, শীতের সাথে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা নামে।