সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্যাপুরে পুকুরের পানিতে ডুবে নুরুল ইসলাম (০২) নামে এক শিশু মারা গেছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের জুনিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু নুরুল ইসলাম জুনিদপুর গ্রামের জহিরুল ইসলাম ও নাসিমা বেগম দম্পতির ছেলে।
স্বজনরা জানান, রোববার সকালের দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে নুরুল ইসলাম ফুটবল খেলছিল। এরই মধ্যে বলটি পাশের পুকুরে পড়ে যায়। সেখান থেকে বলটি তুলতে গিয়ে হাবুডুবু খায় শিশুটি। এ বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, জুনিদপুর গ্রামে এক শিশু মারা গেছে। ঘটনাটি লোকমুখে শুনেছি।