বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার সকালে শহরের ডাকবাংলা মোড়স্থ শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। এর পরেই জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ পুস্পস্তবক অর্পন করেন।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শহীদদের প্রতি দাঁড়িয়ে নীরবতা পালন, গার্ড অব অর্নার প্রদান ও রুহের মাগফেরাত কামনায় দোয়া শেষে ডাকবাংলা ঘাটস্হ বধ্যভূমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ।