সদরপুরে ইউএনওর প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনের প্রত্যাহারের প্রতিবাদে ১২ ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর দেরটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন করেছেন সদরপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
গত ১১ ডিসেম্বর বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গন্যমান্য বাক্তিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের প্রতিনিধি আনিসুর রহমান সজলের অভিযোগের প্রেক্ষিতে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুনকে প্রত্যারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের জৈষ্ঠ্য সচিব মোখলেসুর রহমান ।
মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইউএনও আল মামুনকে প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও১১ ডিসেম্বর সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের প্রত্যাহারের বিরুদ্ধে ঐ দিন সন্ধায় সদরপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপি ও জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে ইউএনও আল মামুনের প্রত্যাহারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানান সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর দেলোয়ার হাওলাদার।