হযরত খানজাহানের (রহ:) ওরশে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
বাগেরহাট সদরের রনবিজপুর এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এলাকাবাসী পরিত্যক্ত ডোবায় একটি মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠায়।
স্বজনেরা এসে শনাক্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে মরদেহটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মো. উজ্জল মাতুব্বরের (২৮)।
হযরত খানজাহানের (রহ:) মাজার শরীফের ওরশে যোগ দিতে এসে দরগা এলাকার একটি বাড়ীতে পরিবারসহ অবস্থান নিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন উজ্জল মাতুব্বর।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, উজ্জল মাতুব্বর সোমবার হযরত খানজাহানের (রহ:) মাজার শরীফের ওরশে যোগ দিতে উজ্জল মাতুব্বর সোমবার গোপালগঞ্জের মকসুদপুর থেকে এসে দরগা এলাকার একটি বাড়ীতে পরিবারসহ অবস্থান নেয়। মঙ্গলবার সকাল থেকে সে নিখোঁজ ছিল। বুধবার সকালে বাগেরহাট সদরের রনবিজপুর এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে দরগা শরীফে থাকা তার স্ত্রী, মা, ভাইসহ স্বজনেরা এসে মরদেহটি উজ্জল মাতুব্বরের বলে শনাক্ত করে।
মরদেহ উদ্ধারের পর থানা পুলিশ ছাড়াও পিবিআই, সিআইডিসহ আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।