চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে দ্রুতগতির ট্রাকের ধাকায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলেী মৃত্য হয়েছে। অন্যদিকে প্রায় একই সময় গোমস্তাপুর উপজেলার তেতুলতলা মোড়ে ট্রাকের ধাকায় প্রান হারিয়েছেন এক ভ্যানচালক।
সোমবার বেলা ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে এবং গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষিপুর কালিনগর গ্রামের মো. মিজানুর রহমান (৪৫) এবং তার ছেলে সাগর হোসেন (১৮)। নিহত ভ্যানচালক মো. বাবর আলী (২৫) একই উপজেলার রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের মৃত খোদাবক্স আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মোটরসাইকেলে বাবা ও ছেলে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ফুলতলা মোড়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিজানুর রহমান নিহত হন এবং স্থানীয়রা তার ছেলে সাগরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে এবং অপরজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘাতক ট্রাককে জব্দ করা সম্ভব হয়নি। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদিকে গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, মো. বাবর আলী বেলা আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে ভ্যানগাড়ি নিয়ে রহনপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে একইদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে বাবর রাস্তায় পড়ে যান এবং ট্রাকটি দ্রুতগতিতে তার ওপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।