‘স্বৈরাচারের পুনরুত্থান বাংলার মাটিতে আর না ঘটে’
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে থাকা সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে স্বৈরাচারের পুনরুত্থান বাংলার মাটিতে আর না ঘটে, বলেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল বেলা ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে দেশে ফিরে এসব কথা বলেন তিনি।
ফয়সল আহমেদ চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি নামে দলটি গড়েছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য । আর এই দলকে কিভাবে আরও জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।
ফয়সল আহমেদ চৌধুরীকে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে গাড়ি বহরে করে এই নেতাকে গাড়িবহরে করে মৌলভীবাজারে নিয়ে আসেন জেলার নেতৃবৃন্দরা।