নীলফামারীতে গণ-অধিকার পরিষদ নাগরিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকাররের বিরুদ্ধে গণ-অধিকার পরিষদ রাজপথে লাড়াই সংগ্রামের সহসী ভুমিকার মাধ্যমে জনগণের কাছে আস্থ ও বিশ্বাসা অর্জন করেছে।যার ফলে নতুন রাজনৈতি’র সম্ভাবনায় দেশের মানুষ মনে করছেন অধিকার পরিষদের নতুন ধরার রাজনীতির সূচনা হতে পারে।
শনিবার সন্ধ্যায় (৭ ডিসেম্বর) নীলফামারীর সদরের উপজেলার কচুকাটা ইউনিয়নের ভূমি অফিস মাঠে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভর্চুয়ালী যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ খান সজিব, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সভাপতি নাজমুদ্দৌলা ঈমন,সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ আরও অনেকে।তিনি আরও বলেন গণ-অধিকার পরিষদ জনগনের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় যে-কোন পরিস্থিতি মোকাবেরায় রাজপথে থাকবে।