ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার চোখ ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব বৈঠকে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চলছে। আর এই সম্পর্কের জোড়া লাগাতে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে কলকাতা। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার মাকোষ্ঠীতে হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে একাধিকবার উঠে আসে দুই দেশের বাণিজ্য সম্পর্ক ইস্যু।

বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের তিক্ততার জন্য শুধু হোটেল ব্যবসা নয়, বৈদেশিক মুদ্রা বিনিময় ও পর্যটন শিল্পেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হোটেল পরিবহন পরিষেবা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি সাধারণ বাজারেও তার প্রভাব দৃশ্যমান।

ডিসেম্বর-ফেব্রুয়ারি এই তিন মাস পর্যটনের সময়। সেই সময় দু’দেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে। শুধু পর্যটনই নয় চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। আর সেই আশঙ্কা থেকে দুই সরকারের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা আশা করছেন কলকাতার ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পরেই দিল্লি-ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে দৃশ্যমান চিড় ধরে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলকাতার চোখ ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব বৈঠকে

সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চলছে। আর এই সম্পর্কের জোড়া লাগাতে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে কলকাতা। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার মাকোষ্ঠীতে হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে একাধিকবার উঠে আসে দুই দেশের বাণিজ্য সম্পর্ক ইস্যু।

বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের তিক্ততার জন্য শুধু হোটেল ব্যবসা নয়, বৈদেশিক মুদ্রা বিনিময় ও পর্যটন শিল্পেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হোটেল পরিবহন পরিষেবা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি সাধারণ বাজারেও তার প্রভাব দৃশ্যমান।

ডিসেম্বর-ফেব্রুয়ারি এই তিন মাস পর্যটনের সময়। সেই সময় দু’দেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে। শুধু পর্যটনই নয় চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। আর সেই আশঙ্কা থেকে দুই সরকারের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা আশা করছেন কলকাতার ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পরেই দিল্লি-ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে দৃশ্যমান চিড় ধরে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।