গোবিন্দগঞ্জের চাঁদপাড়া প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
“মাদককে না বলুন,ক্রীড়াকে হাঁ বলুন”এই প্রতিপাদ্যে গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া প্রিমিয়ারলীগ ২০২৪ইং এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় বন্ধন ক্লাবের আয়োজনে চাঁদপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ।
কোচাশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলামের সভাপতিত্বে এ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কোচাশহর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফয়জুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবীর রিপন,কোচাশহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার,কোচাশহর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফিরোজ কবির(পারভেজ), উপজেলা মৎসজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি রজিবুল ইসলাম সরকার,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদুল ইসলাম,কোচাশহর ইউনিয়ন যুবদলের যুগ্ম: আহবায়ক ফিরোজ কবির রাহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ফুটবল টুর্নামেন্টে সাজু একাডেমি-০১গোল করে জয়লাভ করে। ফান রাইজ এফসি-০ গোলে পরাজিত হয়।
এ ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে শত-শত ফুটবল প্রেমী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।এতে ধারাভাষ্যকার ছিলেন,রফিকুল ইসলাম বিএসসি।এ খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।