বাবরী মসজিদের ৩২তম শাহাদাত দিবস উপলক্ষে রাজধানীতে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
ঐতিহাসিক বাবরী মসজিদের ৩২তম শাহাদাত দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মুসল্লীরা। শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুমুয়া রাজারবাগ শরীফ সুন্নতি জামে মসজিদের সাধারণ মুসল্লীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিলটি রাজারবাগ শরীফ সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট থেকে বের হয়ে শহীদবাগ মোড়, রাজারবাগ মোড়, শান্তিনগর মোড়, মালিবাগ ফালইয়ারাহু চত্বর হয়ে আবার সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেটে এসে শেষ হয়।
মিছিলে মুসল্লীরা কাল্পনিক রামের জন্মস্থানের অজুহাতে বাবরী মসজিদ ধ্বংসের নিন্দা জানিয়ে শ্লোগান দেয়। এছাড়া অখন্ড ভারত প্রতিষ্ঠায় হিন্দুবাদীদের অর্পিত সম্পত্তি ও দেবোত্তর সম্পত্তি আইন বাতিল করা, ইসকন নিষিদ্ধ করা, সরকারী ও বেসরকারী চাকুরী থেকে হিন্দুত্ববাদীদের অপসারণ, সকল খাবার হোটেলে বাধ্যতামূলক গরুর গোশত রাখা, পাঠ্যপুস্তকদের থেকে হিন্দুত্ববাদীদের গল্প-কবিতা বাদ দেয়া এবং ভারতীয় কবির লেখা কথিত জাতীয় সংগীত বাদ দেয়ার দাবী তোলে। পাশাপাশি যে সমস্ত আলেম নামধারী ধর্মব্যবসায়ী উলামায়ে ছু হিন্দুত্ববাদীদের পক্ষ নিচ্ছে এবং মন্দির ও মূর্তি পাহারায় নিয়োজিত রয়েছে তাদেরকে সমাজচ্যুত করতে সর্বত্রস্তরের মুসলমানদের আহবান জানানো হয়। দুয়া মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা হয়।
মুসল্লীরা বলেন, ৩২ বছর আগে ১৯৯২ ঈসায়ী সনের ৬ ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশে অযোধ্যায় ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংস করে উগ্র হিন্দুত্ববাদীরা। এই ধ্বংসাত্মক কার্যক্রমের পরবর্তীতে সারা ভারত জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মুসলমানকে শহীদ করা হয়। এ দিবসটিকে তাই সারা বিশ্বের মুসলমানরা স্মরণ করে।