মাইনাস টু ফর্মুলা ষড়যন্ত্র, টার্গেট খালেদা-তারেক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
একটি স্বার্থান্বেষী মহল ‘মাইনাস টু’ বাস্তবায়নের ষড়যন্ত্রে নেমেছে। ওয়ান-ইলেভেনে ব্যর্থ হয়ে দেশকে রাজনীতির শূন্য করতে আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্র করছে। এবার তাদের টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান।
সম্প্রতি বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনার সৃষ্টি হয় মাইনাস টু ফর্মুলা।
তিনি বলেন, মাইনাস টু ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করেন। মাইনাস-২ ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনাও শুরু হয়েছে। দলের চেয়ারপরখা বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখা কিংবা তারেক রহমানকে দেশে ফিরতে দেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার মতো বিষয় আছে কি না-বিবিসির এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, এমন দুরভিসন্ধি কেউ পোষণ করতে পারেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমরা পরিষ্কার করে বলে দিতে পারি বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করে কিছু হবে না।
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও দলের সভানেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে বিএনপি নির্বাচন দাবি করে আসছে। তবে সরকারের অনড় সংস্কার নিয়ে। অন্যদিকে আন্দোলনকারী অনেকেই আকার-ইঙ্গিতে বলার চেষ্টা করছেন, ‘আগে সংস্কার, তারপর নির্বাচন’।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত হতে পারেনি দলের নেতাকর্মীরা। এরমধ্যে তারেক রহমান কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তবে আইনি বাধা অপসারণে প্রশাসনিক ধীরগতিতে দলের অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এরমধ্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের নেতাদের কারও কারও বক্তৃতাও বিএনপিকে ইঙ্গিত করে দেয়া হয়েছে বলে মনে করছেন দলের নেতারা।
এদিকে, রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ওয়ান-ইলেভেনের সময় দেশকে রাজনীতি ও রাজনীতিক শূন্য করতে দেশের প্রধান দুই নারীনেত্রীকে সরিয়ে দিতে ষড়যন্ত্র করা হয়েছিল। ওই চক্রটি আবারো সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি দেশের ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কারাবন্দি করে রাখা হয়। এরপর ‘মাইনাস টু ফর্মুলা’র আলোচনা জোরদার হয়েছিল। তখন অনেকেই অভিযোগ করেছিল, ‘দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে’। যা পরে ‘মাইনাস টু ফর্মুলা’ হিসেবে পরিচিতি পায়।