নীলফামারীতে বাজারে বোতলজাত সোয়াবিন তেল উধাও
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
সরকার ভোজ্যতেল সোয়াবিন ও পামতেল আমদানী ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ করলেও উর্দ্ধমুখী বাজার দরে কিনছে ভোক্তারা।বিশেষ করে সোয়াবিন তেরের বাজার দরে নাভিশ্বাস উঠেছে নি¤œ আয়ের শ্রেণী-পেশার মানুষজনের। নজরদারী নেই:বাজার মনিটরিং ব্যবস্থাপনা কমিটি’র।
বৃস্পতিবার (২৮ নভেম্বর) নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের আফজাল হোসেন জানান,ভোজ্যতেল বোতলজাত সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।ফলে খেলা সোয়াবিন তেল কিনতে হলো বাধ্য হয়ে।এক লিটার সোয়াবিন তেলের দাম রাখলো ১৯০ টাকা।একই বাজারে আসা সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের আনোয়ার হোসেন তিনি জানান, আমি (২৭ নভেম্বর) এক লিটার বোতলজাত সোয়াবিন তেল ক্রয় করেছিলাম ১৬৮ টাকা।বোতলজাত সোয়াবিন তেল না পেয়ে আজ (২৯ নভেম্বর) এক লিটার খোলা সোয়াবিন তেল খরিদ করলাম ১৯০ টাকা দরে।৩ দিনের ব্যবধানে নিটারে বেড়েছে ২২ টাকা।
নীলফামারী শহরের উকিলের মোড়ের আক্কাছ আলী জানান, দু’দিন আগে ১৬৮ টাকা লিটা সোয়াবিন তেল হটাৎ করে ১৮৫ থেকে ১৯০ লিটার বিক্রি হচ্ছে।তিনি আক্ষোপ করে বলেন;বাজার দর নিয়ন্ত্রণে জেলা মনিটরিং ব্যবস্থখপনা কমিটির উদাসিনতায় এ পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে।
নীলফামারী জেলা কৃষিবিপনন অধিদপ্তরের কর্মকর্তা উম্মেকুলছুম জানান:বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সাথে নিমিত আলোচনা ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা অব্যাহত রয়েছে। আর জানা মতে ভোজ্যতেল সোয়াবিন তেলের উপর সরকার ১৫ শতাংশ ভ্যাটের স্থলে ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।বাজারে সোয়াবিন ও পাম তেলের দাম কম হওয়ার কথা সেখানে দাম বড়বে কেনএ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।