রাজবাড়ীতে সচেতন নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মসজিদ ভাংচুর মুসলিম আইনজীবী হত্যার প্রতিবাদে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন, একই সাথে প্রথম আলো, ডেইলি স্টার প্রত্রিকা নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতে জেলা ইমাম কমিটি, সচেতন নাগরিক কমিটির ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (২৯নভেম্বর) বেলা দুইটার সময় জেলা শহরের আজাদী ময়দানে প্রথমে নেতাকর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন বক্তব্য প্রদান করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় এসে বক্তব্য দিয়ে শেষ করা হয়।
বক্তারা বলেন, যদি ইসকনের মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে সেভেন সিস্টার রক্ষা হবেনা। আরোও হুশিয়ারি করে বলেন যদি ইসকনের ব্যানারে রাজবাড়ীতে কোন প্রোগ্রাম করা হয়, তাহলে শরীরের রক্তবিন্দু দিয়ে তা প্রতিহত করা হবে, আইন শৃঙ্খলা রক্ষা হবেনা।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ ইলিয়াস মোল্লা, সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জেল হোসেন আব্বাসী, সহ-সভাপতি মাওলানা আবদুল খালেক, হাফেজ মাওলানা আলাউদ্দিন আল আজাদ, মাওলানা মোস্তফা সিরাজুল কবির। এছাড়াও জেলা নাগরিক সচেতন কমিটির সদস্যরাই একাত্মতা প্রকাশ করেন।