বি-গোপালপুর স্কুল মাঠে লাঠিখেলা উৎসব
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউপি’র ৭০ নং বি-গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিখেলা ও সাংস্কৃতিক ক্লাবের ৫ম বার্ষিকী উপলক্ষে লাঠিখেলা উৎসবের উদ্বোধন করেন,নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিকালে লাঠি খেলা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, লাঠি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে অন্যতম। আত্মরক্ষা ও শারীরিক ভারসাম্য রক্ষায় লাঠি খেলার গুরুত্ব রয়েছে। অন্যান্য খেলার মতোই লাঠি খেলাতে রয়েছে আনন্দ। একত্রে সামনের বিপদকে মোকাবিলা করার দীক্ষাও রয়েছে এই খেলায়। এদিকে প্রতিপক্ষের লাঠির আঘাত, আবারও পাল্টা আঘাত। এ থেকে নিজেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ছেন লাঠিয়াল ।
এসময় উপস্থিত ছিলেন,নড়াইলের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান মাহমুদ রাসেল,নড়াইল ভারপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার শ্রাবনী বিশ্বাসসহ প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন লাঠিখেলা দলের সদস্যরা চমৎকার উৎসবমুখর পরিবেশে বাদ্যের তালে তালে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে লাঠি খেলার নানান দৃষ্টিনন্দন কসরত ও কলাকৌশল প্রদর্শন করেন। সেই সাথে স্থানীয় ব্যবসায়ীরাও এদিন সমাগত ক্রেতা-দর্শনার্থীদের জন্য হরেক রকম খাবার, তৈজসপত্র ও পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেন।