ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজন হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারির মধ্যে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন (১৮) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৫ জানুয়ারির মধ্যে জমা দিতে বলেছে আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক এ দিন ধার্য করেন।

মামলার আসামিদের মধ্যে আছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।

গত ১৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের ভাই মোহাম্মদ রাজিব।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বলেন।

মামলার নথি থেকে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাজন। ১৯ জুলাই আন্দোলন দমনের সময় মিরপুর-১০ নম্বর মোড়ের কাছে রাজন বুকে গুলিবিদ্ধ হন এবং পরে ডা. আজমল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভিযোগ করা হয়, অভিযুক্তরা সরাসরি সহিংসতার সাথে জড়িত বা সহায়তা করেছিল যা রাজনের মৃত্যুর কারণ। শেখ হাসিনার বিরুদ্ধে এখন ২২৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১৯৪টিই হত্যা মামলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজন হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারির মধ্যে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

ঢাকা ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন (১৮) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৫ জানুয়ারির মধ্যে জমা দিতে বলেছে আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক এ দিন ধার্য করেন।

মামলার আসামিদের মধ্যে আছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।

গত ১৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের ভাই মোহাম্মদ রাজিব।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বলেন।

মামলার নথি থেকে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাজন। ১৯ জুলাই আন্দোলন দমনের সময় মিরপুর-১০ নম্বর মোড়ের কাছে রাজন বুকে গুলিবিদ্ধ হন এবং পরে ডা. আজমল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভিযোগ করা হয়, অভিযুক্তরা সরাসরি সহিংসতার সাথে জড়িত বা সহায়তা করেছিল যা রাজনের মৃত্যুর কারণ। শেখ হাসিনার বিরুদ্ধে এখন ২২৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১৯৪টিই হত্যা মামলা।