রাজশাহীতে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের ইস্যুভিত্তিক এডভোকেসী সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যেগে মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ড কার্যালয়ে ইস্যুভিত্তিক এডভোকেসী সভার আয়োজন করা হয়। সভায় সভাপত্বি করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড সচিব ফখরুদ্দিন ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।
সভার সভাপতি আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। সেই সাথে পথ শিশু যারা জন্ম নিবন্ধনের বাহিরে আছে তাদের জন্ম নিবন্ধন করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
উপস্থিত প্রধান অতিথি বলেন, অনেক পথ শিশু তাদের প্রকৃত পিতা কে জানে না। তারা পরিবার থেকে বিতারিত হয়ে পথে পথে ঘুড়ে বেড়ায়। ঐ সকল শিশুর জন্ম নিবন্ধন তাদের মায়ের পরিচয়ে করে দেয়ার আহ্বান জানান। এদিকে অত্র ওয়ার্ডের সচিব বলেন, প্রকৃত পথ শিশু যারা নিবন্ধনের বাহিরে আছে তাদের তথ্য দিলে জন্ম নিবন্ধন করে দেয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভায় অত্র প্রকল্পের কর্মকর্তা-কর্মীবৃন্দ, সমাজ সেবক, শিক্ষক, সাংবাদিক ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ মোট ২৪ জন উপস্থিত ছিলেন।