‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড়ই হোক ছাড় দেয়া হবে না’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। সেই সাথে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) পুরের পীরগাছায় শীতার্তদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় আসিফ মাহমুদ বলেন, কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি, রাষ্ট্রদ্রোহিতার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ সম্পর্কে তিনি বলেন, পর্যায়ক্রমে বিকল্প ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের ৩০ লাখ টাকা অর্থ সহায়তাসহ আজীবন তাদের পাশে থাকা হবে। একইসাথে আহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে।
এ সময় ৬ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ ছাড়া কাউনিয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আসিফ মাহমুদ। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, মামুন মিয়ার বাবা আজগর আলী, শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম কষ্টের অনুভূতি ব্যক্ত করেন।