বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু: বিদ্যুৎ বিভাগের ৭ কর্মকর্তা বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশে বরখাস্ত করা ব্যক্তিরা হলো-ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং লাইনম্যান পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেম।
এর আগে শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে আইইউটির পিকনিকের বাস বিদ্যুতের তারে সংস্পর্শে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান।
গাজীপুর জেলা প্রশাসন ও আইইউটি দুটি তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে।
দুর্ঘটনার পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দুর্ঘটনার কারণ বিশ্লেষণ এবং পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।