বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার, ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৬ জেলে আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় একটি ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বুধবার সকালে সুন্দরবনের হিরন পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে কোষ্টগার্ডের নিয়মিত টহল জাহাজ ‘বিসিজি কপোতাক্ষ’র নাবিকরা ফিশিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেদের ধাওয়া করে আটক করে। পরে ভারতীয় ওই ফিশিং ট্রলারে থাকা ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ নিলামে ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়। বৃহস্পতিবার সকালে আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তরের পর এদিন সন্ধ্যায় বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারা প্রেরণ করা হয়েছে। আটকৃত জেলেরা ভারতের দক্ষিন চব্বিশ পরগোনার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তরের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারা প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে গত ১৭ অক্টোবর বাংলাদেশের সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ তিনটি ভারতীয় ট্রলারসহ ৪৮জন ভারতীয় জেলেকে আটক করে।