ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কিরণের ১৬০ কোটি টাকার ৪০ বিঘার বিলাসবহুল বাগান বাড়ি

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজিবির হাতে আটক গাজীপুর সিটিকরপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণের দৃশ্যমান সম্পদের বাইরে বাগান বাড়ির সন্ধান পাওয়া গেছে। বালু নদীর ফোরশোর ও হিন্দুসম্প্রদায়ের জমি দখল করে গড়ে তোলা এই বাগান বাড়িতে এখন কেউ নেই। কিরণ আটকের পর বাড়ির গেটে তালা মেরে পালিয়ে গেছে নিরাপত্তা দল। স্থানীয়ভাবে এই জমির মূল্য ১৬০ কোটি টাকা।

বৃহসপতিবার (২১ নভেম্বর) অনুসন্ধান করে এই বাড়ির সন্ধান পাওয়া যায়।

সরেজমিন জানা যায়, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রয়েন গ্রামটি বালু নদীর পূর্ব তীরে অবস্থতি। এর বিপরীত তীরে ছিকুলিয়া গ্রাম। এই গ্রামের পূর্ব অংশে বালু নদীর ফোরশোরে নদীর তীর দখল করে কিরণ গড়ে তোলেছেন বিলাসবহুল বাগান বাড়ি।

সোমবার (১৮ নভেম্বর) রাতে কিরণ বিজিবির হাতে আটক হওয়ার খবর হলে এই বাড়ির দেখভাল করার লোকেরা প্রধান গেটে তালা মেরে পালিয়ে যায়। বিশাল আকৃতির এই গেটের ভেতরে উকিজূঁকি মেরে দেখা যায়, বালু নদীর তীরে বালু ভরাটের কাজ চলছিল। গেটের ভেতরে বেশ কয়েকটি ভবন নির্মান করা হয়েছে। থাকার জন্য বাংলো, ফুলের বাগান সহ একটি পরিপূর্ন রিসোর্টের কাজ চলমান ছিল। কিন্তু কিরণ আটকের পর কাজে থাকা সবাই পালিয়ে গেছে। উঠে গেছে নিরাপত্তা দল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দুই দিন আগেও লোকজন ছিল। এখন নেই। তালা মেরে চলে গেছে। প্রায় শতভাগ হিন্দুবসতির এই গ্রামে নদীর তীরে গড়ে তোলা বিলাসবহুল বাগান বাড়িটির মালিক কে এই প্রশ্নের জবাবে স্থানীয় বাসিন্দা সাধন চন্দ্র দাস বলেন, মেয়র কিরণ স্যার এই বাড়ির মালিক। তিনি কতটুকু জমি কিনেছেন এই প্রশ্নের জবাবে সাধন চন্দ্র বলেন, এটা বললে আমার বিপদ হবে। আমি জানিনা।

তবে এই জমি ক্রয়ের ক্ষেত্রে দালালী যারা করেছেন তাদের দুই জন নাম প্রকাশ না করার শর্তে বলেন. জমি কেনা ১০ বিঘার মত। বায়না করা আছে আরো ১০ বিঘা। বাকী জমি কিরণ কিভাবে নিয়েছেন তা তারা জানেন না। তবে হিন্দুদের জমি ও বালু নদীর ফোরশোর দখলের মাধ্যমে কিরণের ৪০ বিঘা হয়েছে এটা নিশ্চিত করেছেন তারা।

২০২১ ও ২০২২ সালে ভারপ্রাপ্ত মেয়র থাকা অবস্থায় কিরণ নিজের ও তার প্রতিষ্ঠান গ্রীনডট বিল্ডার্স এর নামে ৩.২৬ একর জমি ক্রয় করে জমাভাগ করেছেন। মোট ৬টি নামজারী করে জমাভাগ করার পর খাজনা পরিশোধ করেছেন তিনি। হিন্দুদের জমি নাম মাত্র মূল্যে ক্রয় করেছেন কিরণ। একই সঙ্গে বালু নদীর ফোরশোরও দখল করে মাটি ও বালু ভরাট করেছেন । এখন এই বাগান বাড়ির আওতায় প্রায় ৪০ বিঘা জমি বলে জানিয়েছেন স্থানীয়রা। ১০ বিঘা জমি ক্রয় করে দখল করতে করতে এখন ৪০ বিঘার মত জমি কিরণের কব্জায় বলে জানিয়েছেন দায়িত্বশীল সূত্র। ক্ষমতায় থাকলে এই জমির পরিমান শত বিঘা অতিক্রম করত বলে অভিমত তাদের।

গাজীপুর সিটিকরপোরেশনের ৪১ নং ওয়ার্ডের ছিকুলিয়া গ্রামটি পূবাইল ভূমি অফিসের অধীন। এই বিষয়ে পূবাইল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আরিফউল্লাহ বলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নিজ নামে ও তার প্রতিষ্ঠান গ্রীনডট বিল্ডার্স এর নামে ২০২১-২০২২ সালে মোট ৬টি খারিজের মাধ্যমে ৩.২৬ একর জমির মালিক হয়েছেন। বাকী জমির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

জমি কেনা-বেচার সাথে জড়িত একাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠান বলেছেন, ওই খানে ২০ লাখ টাকা কাঠা। সেই হিসেবে ৪০ বিঘা জমির মূল্য ১৬০ কোটি টাকা হবে।

আসাদুর রহমান কিরণ আটক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ৫ আগষ্টের আগে কিরণ বলেছিলেন, তার কোন অবৈধ সম্পদ নেই।

উল্লেখ্য, গত সোমবার যশোরের শিকারপুর সীমান্তে কিরণ বিজিবির হাতে আটক হন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা সহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কিরণের নিজ বাড়ি এলাকার টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ। যশোরে ভারতে অনুপ্রবেশের মামলার আনুষ্ঠানিকতা শেষে কিরণকে টঙ্গীতে আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিরণের ১৬০ কোটি টাকার ৪০ বিঘার বিলাসবহুল বাগান বাড়ি

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিজিবির হাতে আটক গাজীপুর সিটিকরপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণের দৃশ্যমান সম্পদের বাইরে বাগান বাড়ির সন্ধান পাওয়া গেছে। বালু নদীর ফোরশোর ও হিন্দুসম্প্রদায়ের জমি দখল করে গড়ে তোলা এই বাগান বাড়িতে এখন কেউ নেই। কিরণ আটকের পর বাড়ির গেটে তালা মেরে পালিয়ে গেছে নিরাপত্তা দল। স্থানীয়ভাবে এই জমির মূল্য ১৬০ কোটি টাকা।

বৃহসপতিবার (২১ নভেম্বর) অনুসন্ধান করে এই বাড়ির সন্ধান পাওয়া যায়।

সরেজমিন জানা যায়, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রয়েন গ্রামটি বালু নদীর পূর্ব তীরে অবস্থতি। এর বিপরীত তীরে ছিকুলিয়া গ্রাম। এই গ্রামের পূর্ব অংশে বালু নদীর ফোরশোরে নদীর তীর দখল করে কিরণ গড়ে তোলেছেন বিলাসবহুল বাগান বাড়ি।

সোমবার (১৮ নভেম্বর) রাতে কিরণ বিজিবির হাতে আটক হওয়ার খবর হলে এই বাড়ির দেখভাল করার লোকেরা প্রধান গেটে তালা মেরে পালিয়ে যায়। বিশাল আকৃতির এই গেটের ভেতরে উকিজূঁকি মেরে দেখা যায়, বালু নদীর তীরে বালু ভরাটের কাজ চলছিল। গেটের ভেতরে বেশ কয়েকটি ভবন নির্মান করা হয়েছে। থাকার জন্য বাংলো, ফুলের বাগান সহ একটি পরিপূর্ন রিসোর্টের কাজ চলমান ছিল। কিন্তু কিরণ আটকের পর কাজে থাকা সবাই পালিয়ে গেছে। উঠে গেছে নিরাপত্তা দল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দুই দিন আগেও লোকজন ছিল। এখন নেই। তালা মেরে চলে গেছে। প্রায় শতভাগ হিন্দুবসতির এই গ্রামে নদীর তীরে গড়ে তোলা বিলাসবহুল বাগান বাড়িটির মালিক কে এই প্রশ্নের জবাবে স্থানীয় বাসিন্দা সাধন চন্দ্র দাস বলেন, মেয়র কিরণ স্যার এই বাড়ির মালিক। তিনি কতটুকু জমি কিনেছেন এই প্রশ্নের জবাবে সাধন চন্দ্র বলেন, এটা বললে আমার বিপদ হবে। আমি জানিনা।

তবে এই জমি ক্রয়ের ক্ষেত্রে দালালী যারা করেছেন তাদের দুই জন নাম প্রকাশ না করার শর্তে বলেন. জমি কেনা ১০ বিঘার মত। বায়না করা আছে আরো ১০ বিঘা। বাকী জমি কিরণ কিভাবে নিয়েছেন তা তারা জানেন না। তবে হিন্দুদের জমি ও বালু নদীর ফোরশোর দখলের মাধ্যমে কিরণের ৪০ বিঘা হয়েছে এটা নিশ্চিত করেছেন তারা।

২০২১ ও ২০২২ সালে ভারপ্রাপ্ত মেয়র থাকা অবস্থায় কিরণ নিজের ও তার প্রতিষ্ঠান গ্রীনডট বিল্ডার্স এর নামে ৩.২৬ একর জমি ক্রয় করে জমাভাগ করেছেন। মোট ৬টি নামজারী করে জমাভাগ করার পর খাজনা পরিশোধ করেছেন তিনি। হিন্দুদের জমি নাম মাত্র মূল্যে ক্রয় করেছেন কিরণ। একই সঙ্গে বালু নদীর ফোরশোরও দখল করে মাটি ও বালু ভরাট করেছেন । এখন এই বাগান বাড়ির আওতায় প্রায় ৪০ বিঘা জমি বলে জানিয়েছেন স্থানীয়রা। ১০ বিঘা জমি ক্রয় করে দখল করতে করতে এখন ৪০ বিঘার মত জমি কিরণের কব্জায় বলে জানিয়েছেন দায়িত্বশীল সূত্র। ক্ষমতায় থাকলে এই জমির পরিমান শত বিঘা অতিক্রম করত বলে অভিমত তাদের।

গাজীপুর সিটিকরপোরেশনের ৪১ নং ওয়ার্ডের ছিকুলিয়া গ্রামটি পূবাইল ভূমি অফিসের অধীন। এই বিষয়ে পূবাইল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আরিফউল্লাহ বলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নিজ নামে ও তার প্রতিষ্ঠান গ্রীনডট বিল্ডার্স এর নামে ২০২১-২০২২ সালে মোট ৬টি খারিজের মাধ্যমে ৩.২৬ একর জমির মালিক হয়েছেন। বাকী জমির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

জমি কেনা-বেচার সাথে জড়িত একাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠান বলেছেন, ওই খানে ২০ লাখ টাকা কাঠা। সেই হিসেবে ৪০ বিঘা জমির মূল্য ১৬০ কোটি টাকা হবে।

আসাদুর রহমান কিরণ আটক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ৫ আগষ্টের আগে কিরণ বলেছিলেন, তার কোন অবৈধ সম্পদ নেই।

উল্লেখ্য, গত সোমবার যশোরের শিকারপুর সীমান্তে কিরণ বিজিবির হাতে আটক হন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা সহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কিরণের নিজ বাড়ি এলাকার টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ। যশোরে ভারতে অনুপ্রবেশের মামলার আনুষ্ঠানিকতা শেষে কিরণকে টঙ্গীতে আনা হবে।