ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেডিক্যাল কলেজে আগুন, দগ্ধ হয়ে ১০ শিশুর মৃত্যু

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এত কমপক্ষে ১০ শিশু নিহত হয়েছে। ধারনা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। হাসপাতাল চত্বরে ভয়ানক আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে।

ঝাঁসির জেলাশাসক অভিনাশ কুমার জানান, শুক্রবার (১৫ নভেম্বর) ১০টা ৩৫ মিনিটের দিকে মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগে। শর্ট সার্কিটের ফলে শিশুবিভাগের দুটি ইউনিটে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত ১০ শিশু মারা গেছে।

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও দেখা যায় উদ্ধারকার্যে এগিয়ে আসতে। জানলা থেকে তারা রোগীদের উদ্ধার করেন। পরে সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে পৌঁছন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাও উদ্ধারকার্যে হাত লাগান। এরই মধ্যে প্রকাশ্যে আসে এক সন্তানহারা মহিলার আর্ত চিৎকার।

মর্মান্তিক এ ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লিখেছেন, “ঝাঁসি জেলার মেডিক্যাল কলেজের NICU ওয়ার্ডে আগুন লেগে শিশুমৃত্যুর ঘটনা হৃদয়বিদারক ও মর্মান্তিক। জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেডিক্যাল কলেজে আগুন, দগ্ধ হয়ে ১০ শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এত কমপক্ষে ১০ শিশু নিহত হয়েছে। ধারনা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। হাসপাতাল চত্বরে ভয়ানক আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে।

ঝাঁসির জেলাশাসক অভিনাশ কুমার জানান, শুক্রবার (১৫ নভেম্বর) ১০টা ৩৫ মিনিটের দিকে মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগে। শর্ট সার্কিটের ফলে শিশুবিভাগের দুটি ইউনিটে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত ১০ শিশু মারা গেছে।

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও দেখা যায় উদ্ধারকার্যে এগিয়ে আসতে। জানলা থেকে তারা রোগীদের উদ্ধার করেন। পরে সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে পৌঁছন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাও উদ্ধারকার্যে হাত লাগান। এরই মধ্যে প্রকাশ্যে আসে এক সন্তানহারা মহিলার আর্ত চিৎকার।

মর্মান্তিক এ ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লিখেছেন, “ঝাঁসি জেলার মেডিক্যাল কলেজের NICU ওয়ার্ডে আগুন লেগে শিশুমৃত্যুর ঘটনা হৃদয়বিদারক ও মর্মান্তিক। জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাতে।