ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ কর্মীকে বিএনপি থেকে বহিস্কার!

প্রেমানন্দ ঘরামী, গৌরনদী (বরিশাল)
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদীতে নাজমুল হাসান মিঠু নামের এক আওয়ামী লীগ কর্মীকে বিএনপি নেতাদের সাথে বহিস্কার করা হয়েছে। নাজমুল হাসান মিঠু নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর গৌরনদীর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার সাহাজিরা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান মিঠু নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবী করে বলেন, গত ২৭ অক্টোবর বিএনপি’র সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গৌরনদীর তিন বিএনপি নেতাকে বহিস্কার করা হয়েছে মর্মে পত্র ইস্যু করা হয়।

শনিবার রাতে (৯ নভেম্বর) জানতে পারি দুই বিএনপি নেতার সাথে আমাকেও বিএনপি নেতা বানিয়ে বহিস্কার করা হয়েছে। বিষয়টি হাস্যকর উল্লেখ করে নাজমুল হাসান মিঠু বলেন, আমি ঢাকা মহানগর ১৪নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য ছিলাম। এরপর ঢাকায় দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে রাজনীতি করেছি। সর্বশেষ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেছি। গত কয়েক বছর ধরে রাজনীতি ছেড়ে ঢাকায় প্রিন্টিং প্রেসের ব্যবসার সাথে যুক্ত রয়েছি।

নাজমুল হাসান মিঠু আরও বলেন, বর্তমানে রাজনীতির সাথে যুক্ত না থাকলেও আমি মনে প্রানে আওয়ামী লীগকে ভালবাসি। আমি কোনদিন বিএনপি’র রাজনীতি করি নাই। এরপরও তারা আমাকে কিভাবে বিএনপি কর্মী বানিয়ে দল থেকে বহিস্কার করলো তা বোধগম্য নয়।

উপজেলার সরিকল ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মীরা জানান, নাজমুল হাসান মিঠু আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সক্রিয় ভাবে দলের কর্মসূচীতে অংশগ্রহন না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় প্রচার-প্রচারনা করেন। সে কোনদিন বিএনপি করেছে বলে শুনি নাই। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।

উপজেলা বিএনপি’র একটি সূত্র জানিয়েছে, দলীয় অভ্যন্তরীন বিরোধের জেরধরে গত ২২ অক্টোবর রাতে নাটকীয়ভাবে গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা আটক করেন। এবিষয়ে তাকে ২৫ অক্টোবর নোটিশ করেন বরিশাল জেলা উত্তর বিএনপি। ওই নোটিশের জবাব দেওয়ার তারিখ ছিলো ২৮ অক্টোবর পর্যন্ত। এরমধ্যে তিনি (জাকির) নোটিশের জবাবও দিয়েছেন। এরইমধ্যে ২৭ অক্টোবর কেন্দ্র থেকে পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য ফরহাদ শরীফ ও নাজমুল হাসান মিঠুকে বহিস্কার করা হয়। এরমধ্যে নাজমুল হাসান মিঠু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

এ বিষয়ে বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল বলেন, কেন্দ্র থেকে বহিস্কার হওয়া তিনজনের মধ্যে নাজমুল হাসান মিঠু নামের এক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবী করে বিবৃতি দিয়েছে বলে শুনেছি। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ কর্মীকে বিএনপি থেকে বহিস্কার!

সংবাদ প্রকাশের সময় : ১১:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বরিশালের গৌরনদীতে নাজমুল হাসান মিঠু নামের এক আওয়ামী লীগ কর্মীকে বিএনপি নেতাদের সাথে বহিস্কার করা হয়েছে। নাজমুল হাসান মিঠু নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর গৌরনদীর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার সাহাজিরা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান মিঠু নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবী করে বলেন, গত ২৭ অক্টোবর বিএনপি’র সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গৌরনদীর তিন বিএনপি নেতাকে বহিস্কার করা হয়েছে মর্মে পত্র ইস্যু করা হয়।

শনিবার রাতে (৯ নভেম্বর) জানতে পারি দুই বিএনপি নেতার সাথে আমাকেও বিএনপি নেতা বানিয়ে বহিস্কার করা হয়েছে। বিষয়টি হাস্যকর উল্লেখ করে নাজমুল হাসান মিঠু বলেন, আমি ঢাকা মহানগর ১৪নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য ছিলাম। এরপর ঢাকায় দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে রাজনীতি করেছি। সর্বশেষ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেছি। গত কয়েক বছর ধরে রাজনীতি ছেড়ে ঢাকায় প্রিন্টিং প্রেসের ব্যবসার সাথে যুক্ত রয়েছি।

নাজমুল হাসান মিঠু আরও বলেন, বর্তমানে রাজনীতির সাথে যুক্ত না থাকলেও আমি মনে প্রানে আওয়ামী লীগকে ভালবাসি। আমি কোনদিন বিএনপি’র রাজনীতি করি নাই। এরপরও তারা আমাকে কিভাবে বিএনপি কর্মী বানিয়ে দল থেকে বহিস্কার করলো তা বোধগম্য নয়।

উপজেলার সরিকল ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মীরা জানান, নাজমুল হাসান মিঠু আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সক্রিয় ভাবে দলের কর্মসূচীতে অংশগ্রহন না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় প্রচার-প্রচারনা করেন। সে কোনদিন বিএনপি করেছে বলে শুনি নাই। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।

উপজেলা বিএনপি’র একটি সূত্র জানিয়েছে, দলীয় অভ্যন্তরীন বিরোধের জেরধরে গত ২২ অক্টোবর রাতে নাটকীয়ভাবে গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা আটক করেন। এবিষয়ে তাকে ২৫ অক্টোবর নোটিশ করেন বরিশাল জেলা উত্তর বিএনপি। ওই নোটিশের জবাব দেওয়ার তারিখ ছিলো ২৮ অক্টোবর পর্যন্ত। এরমধ্যে তিনি (জাকির) নোটিশের জবাবও দিয়েছেন। এরইমধ্যে ২৭ অক্টোবর কেন্দ্র থেকে পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য ফরহাদ শরীফ ও নাজমুল হাসান মিঠুকে বহিস্কার করা হয়। এরমধ্যে নাজমুল হাসান মিঠু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

এ বিষয়ে বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল বলেন, কেন্দ্র থেকে বহিস্কার হওয়া তিনজনের মধ্যে নাজমুল হাসান মিঠু নামের এক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবী করে বিবৃতি দিয়েছে বলে শুনেছি। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হবে।