সংবাদ শিরোনাম ::
বললেন সমন্বয়ক সারজিস
স্বৈরাচার নিপাত না যাওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বৈরাচার নিপাত না যাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে।
রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানের জিরো পেয়েন্টে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় সারজিস বলেন, নূর হোসেনের বুকে পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই চেতনাকে ধারণ করে, যতদিন গণতন্ত্র মুক্তি না পাচ্ছে আমরা শিক্ষার্থীরা রাজপথে থাকবো।
তিনি বেলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ একটাই সন্ত্রাসী সংগঠনের যদি কেউ রাজপথে থাকে, তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া। আমরা এই কাজ করতে এখানে এসেছি। অন্য কোনো কাজ আমরা সমর্থন করি না।