শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে ওয়াজ মহফিলে ৬ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন সাদ্দাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আনোয়ার হোসেন সাদ্দাম পৌর এলাকার চকচকা গ্রামের সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মোশারফ হোসেনের ছেলে।
ইতঃপূর্বে শুক্রবার (৮নভেম্বর) উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিন বাসুদেবপুর (নয়াপাড়া) গ্রামে একটি নতুন মাদরাসা চালু করার উদ্দেশ্যে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে ভিকটিম বেড়াতে এলে মাহফিল শুরু হওয়ার আগ মুহূর্তে সন্ধ্যা সোয়া ৬টার সময় এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামকে গণপিটুনি দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনারদিন রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮নভেম্বর) ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দক্ষিন বাসুদেবপুর (নয়াপাড়া) গ্রামে জামেরিয়া বালিকা ক্বাওমি মাদ্রাসা নামে নতুন একটি মাদরাসা চালু করার উদ্দেশ্যে ছোট পরিসরে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দাম সাউন্ড সিস্টেম এর কার্যক্রমের জন্য সেখানে আসে। এসময় ওয়াজ মাহফিল শুরুর আগ মুহূর্তে ভিকটিম (০৬) (শিশু শে্িরণর শিক্ষার্থী) মাহফিলে বেড়াতে আসে। সেখানে সন্ধ্যা সোয়া ৬টার সময় অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দাম ভিকটিমকে বাদাম কিনে দিয়ে কৌশলে মাদ্রাসার পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার করে। এসময় তাকে ছেড়ে দিয়ে সাদ্দাম ঘর থেকে পালিয়ে যায়। ওই সময় (ভিকটিম) দৌড়ে বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনা জানায়। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় গ্রামবাসীদের মাঝে জানাজানি হলে তারা উত্তেজিত হয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামকে মাহফিল চত্বরে মারধর করে। এতে মাহফিলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার দিন রাত সাড়ে ৯টার সময় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে পরেরদিন শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনে শনিবার (৮নভেম্বর ) রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং (৭)। মামলার সূত্র ধরে শনিবার সকালে অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।